ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিজয় দিবসের বিকেলে শপথ করাবেন প্রধানমন্ত্রী
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM
সাড়ে ৩টার মধ্যে কুমিল্লা স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান----
নিজস্ব প্রতিবেদক: বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী ওই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম এবং বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করবেন।
প্রধানমন্ত্রীর পরিচালনায় শপথগ্রহণ আজ ১৬ ডিসেম্বর কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সারা দেশের সাথে একযোগে অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা ৪৫ মিনিটে কুমিল্লা জেলা পর্যায়ের সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ছাত্র , বীর মুক্তিযোদ্ধা/রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিগণকে স্ব স্ব ইউনিফর্ম পরে বিকাল সাড়ে ৩টার মধ্যে স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়ছে। স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক ও কুমিল্লার অনুষ্ঠানটির আহ্বায়ক মোহাম্মদ শওকত ওসমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিকাল সাড়ে ৩টার মধ্যে সবাইকে কুমিল্লা স্টেডিয়ামে থাকার অনুরোধ জানানো হয়েছে। কুমিল্লা সদর আসনের সংদস্য, কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সকল প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শপথ পরিচালননা করবেন, কুমিল্লা থেকে আমরা স্টেডিয়ামে থাকবো এবং অনলাইনে সংযুক্ত হয়ে আমরা সারাদেশের সাথে একযোগে সবাই শপথ পাঠ করবো।