ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু
টিকা পাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৪ লাখ ছাত্র-ছাত্রী
Published : Sunday, 19 December, 2021 at 12:00 AM, Update: 19.12.2021 12:34:11 AM
কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরুতানভীর দিপু:
কুমিল্লায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৪ লাখ শিক্ষার্থী এই টিকা পাবে। এর আগে কুমিল্লার প্রায় ৪৫ হাজার কলেজ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়। গতকাল কুমিল্লা মডার্ন স্কুল থেকে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। এই দফায় শিক্ষার্থীদের সবাইকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। শুরুর দিনে কুমিল্লা নগরীর মডার্ন স্কুলের ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণির ১ হাজার ৯শ ২৭ ছাত্রী টিকা দেয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, শনিবার কুমিল্লায় প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদেরও টিকা দেয়া হচ্ছে। প্রথম দিনে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের করোনা টিকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সবাই উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে টিকা নিতে আসছে।
কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরুজেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজারের  ভ্যাকসিন ১ম ডোজ দেয়ার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধান শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের নামের তালিকা করে নির্ধারিত তারিখে টিকা কেন্দ্রে ১০ জন শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের টিকা প্রদান সম্পন্ন করবেন। প্রত্যেক শিক্ষার্থী  স্ব স্ব প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম এবং  মাস্ক পরিধান করে আসবেন। এছাড়া যারাই টিকা নিবেন তাদের অবশ্যই দুই কপি টিকা কার্ড সাথে রাখতে হবে।  
আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হাছান জানান, ৭৯ টি প্রতিষ্ঠানের আনুমানিক ৫৪ হাজার শিক্ষার্থী টিকা নিবেন। কিছু কিছু প্রতিষ্ঠানের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থীরা টিকা নিতে পারছে। প্রথম দিনে দেখা গেছে শিক্ষার্থীদের টিকা নিয়ে কোন আতংক কিংবা ভয় নেই। তারা সবাই আগ্রহের সাথেই টিকা নিচ্ছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা কুমিল্লাতে কলেজ শিক্ষার্থীদের টিকা দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। নির্ধারিত কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা তাদের অভিভাবক ও শিক্ষকদের সাথে নিয়ে এসে টিকা নিতে আসে। সেসময় কোন শিক্ষার্থীর টিকা নিয়ে কোন পাশর্^প্রতিক্রিয়ার খবর পাওয়া যায় নি। জেলা শিক্ষা বিভাগ কুমিল্লার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কত জন শিক্ষার্থী টিকা নিবেন সে তথ্য সংগ্রহ করে তার চাহিদা পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগের কাছে, সে অনুযায়ী এই টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আরো  জানান, আমাদের টার্গেট টিকা নিতে পারবে কুমিল্লার সবাই যেন টিকার আওতায় আসে। যারা এখনো টিকা নিয়ে আাগ্রহী নয় তারাও যে টিকার নিবন্ধন করে এবং সময় মত টিকা গ্রহন করেন। এছাঢ়া শিক্ষার্থীদের টিকা দানের বিষয়ে যেন অভিভাবকরা সচেতন হন।