ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান
শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠছে সমৃদ্ধ বাংলাদেশ--- এমপি বাহার
Published : Sunday, 19 December, 2021 at 12:00 AM, Update: 19.12.2021 12:17:27 AM
শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠছে সমৃদ্ধ বাংলাদেশ--- এমপি বাহারবশিরুল ইসলাম: দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ১৮ ডিসেম্বর শনিবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো: মোস্তফা কামাল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন- তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এই কুমিল্লা-ই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠছে দারিদ্রমুক্ত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ। জাতির সামনে নতুন প্রত্যাশার আলো জ্বালিয়েছেন।’
মুক্তিযুদ্ধের আগের পাকিস্তান আমলের ২৩ বছরের উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাকিস্তান আমলের  তৈইশ বছরে বাঙ্গালী একন প্রধান বিচারপতি তৈরি করতে পারি নাই। একজন বাঙ্গালী প্রধান সেনাপতি তৈরি করতে পারি নাই-এমনকি পাকিস্তানের একজন আইপিপিও তৈরি করতে পারি নাই। জাতির জনক বঙ্গবন্ধু  স্বপ্ন দেখতেন বাঙ্গালী একদিন বিচারপতি হবে, প্রধান বিচারপতি হবে, কেবিনেট সেক্রেটারী, সেনা নায়ক হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এই কুমিল্লাতেই বাস্তবায়ন হচ্ছে। আমি যখন দেখি আমার এই কুমিল্লায় দুই জন প্রধান বিচারপতি হয়েছেন, দুইজন সেনা প্রধান হয়েছেন, কেবিনেট সেক্রেটারী হয়েছেনÑ তখন মনে হয় এই কুমিল্লা-ই তো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে।’
‘আমি তাই বলি- কুমিল্লা এগোলেই এগোবে বাংলাদেশ।’ যোগ করেন এমপি বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: ইসমাইল খাঁন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিকেল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মো: মহিউদ্দিন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দীন আহমেদ, অধ্যাপক ডা. মো: মহসিন উজ জামান চৌধুরী, বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম প্রমুখ।
হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর এক দীর্ঘ সময় ক্ষমতার পালাবদল হয়েছে। মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। যখন সারা জাতি হতাশাগ্রস্ত সেই সময়ে জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে নতুন প্রত্যাশার আলো জাগিয়ে দিলেন। তিনি ভিশন ২০-২১ বাস্তবায়ন করে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। একই সাথে চলমান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, যিনি আমাদের স্বাধীনতার মহানায়ক। একাত্তরে তাঁর নেতৃত্বে পেয়েছি একটি স্বাধীন দেশ। আর তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে চলেছি ক্ষুদা, দারিদ্রমুক্ত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ। স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে আমাদের অঙ্গীকার হোক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠা।
এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, বঙ্গবন্ধু কর্ণার, পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন, সম্মাননা স্মারক প্রদান। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।