ফ্যাশনের দিক দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই অনন্য। তার ভিন্ন ভিন্ন স্টাইল ও নজরকাড়া ডিজাইনার পোশাক সবাইকে অবাক করে দেয়। বিশ্বের ফ্যাশন আইকনদের মধ্যে প্রিয়াঙ্কাও একজন। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হতে দেখা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কাকে নতুন এক লুকে দেখা গেছে। অনলাইনে শেয়ার করা এক ছবিতে প্রিয়াঙ্কাকে নীল ও সাদা রঙের ফুলহাতা বডিকন পোশাকে দেখা মিলেছে।
তবে সবচেয়ে নজর কেড়েছে তার হেয়ারস্টাইল। লম্বা চুলের বেণীতে অসামান্য দেখাচ্ছে প্রিয়াঙ্কাকে। ছবি শেয়ার করার পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অভিনেত্রীর স্টাইলিশ বডিকন পোশাকটি প্রোয়েনজা স্কলারের। অফিসিয়াল সাইটে পোশাকটির দাম ১ হাজার ২৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১১ হাজার ৫০৩ টাকা।
সাজ-পোশাকের সঙ্গে প্রিয়ঙ্কার এই নতুন হেয়ার স্টাইল সবারই নজর কেড়েছে। তার মেকআপও ছিল বেশ হালকা। ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক ও কানে ত্রিভুজাকৃতির দুলে অপরূপা হয়ে ওঠেন প্রিয়াঙ্কা।