কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপসংলগ্ন সাগরে অভিযান চালিয়ে এক লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মাছধরা নৌকাসহ আটজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো— সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা মো. হারুন (৪০), মো. সলিমুল্লাহ (৫০), মো. সফিকুল্লাহ (৩৫), মোহাম্মদ আলী (৬০), মো. হাসেম (২২), মো. হাসান (২২), মো. শফিকুর (৩৫) ও সাব্বির আহমেদ (৪০)।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন খন্দকার মুনিফ ত্বকী।
তিনি জানান, গত ১৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জোন বিসিজি স্টেশন সেন্টমার্টিন কমান্ডার লে. শাকিব মেহবুবের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামার জন্য সংকেত দেওয়া হয়। ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা রঙের একটি ব্যাগ পানিতে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় নৌকাটির পিছু ধাওয়া করা হয়। এ সময় মাছধরা নৌকাসহ আটজনকে আটক করা হয়। পরে পানিতে ফেলে দেওয়া ব্যাগটি তল্লাশি করে এক লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত বোট ও ইয়াবাসহ আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।