ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফ্রিকায় দেড় কোটি টিকা দেওয়ার ঘোষণা এরদোগানের
Published : Sunday, 19 December, 2021 at 1:23 PM
আফ্রিকায় দেড় কোটি টিকা দেওয়ার ঘোষণা এরদোগানেরকরোনার নতুন ধরন ওমিক্রমের সংক্রমণ ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশে। এমন বিপর্যয়ে আফ্রিকার দেশগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি করোনার দেড় কোটি ডোজ পাঠানোর ঘোষণা দিয়েছেন।    

ইস্তানবুলে তুরস্ক-আফ্রিকা সামিটে শনিবার এ ঘোষণা দেন এরদোগান।  এতে ১৬ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। কোন দেশের তৈরি ভ্যাকসিন পাঠানো হচ্ছে, সে বিষয়টি পরিষ্কার করেননি তুরস্কের প্রেসিডেন্ট। খবর মিডলইস্ট আইয়ের।

দরিদ্র-পীড়িত আফ্রিকার দেশগুলোর বহু মানুষ এখনও করোনার টিকা পায়নি। এমতাবস্থায় ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।  এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন,  আফ্রিকার মোট জনগোষ্ঠীর মাত্র ৬ শতাংশ করোনার টিকা নিয়েছেন।  এটি বৈশ্বিক বৈষম্যেরই চিত্র।  আফ্রিকার মানুষগুলোর ওপর অবিচার করা হয়েছে। তাই তুরস্ক সেখানে দেড় কোটি টিকা পাঠাবে।

এরদোগান বলেন, নিজস্ব ভ্যাকসিনের উন্নয়ন করছে তুরস্ক।  তাকুভেক নামে ভ্যাকসিনটি শিগগিরই অনুমোদন পাওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।  অনুমোদন পেলে এগুলো কিছু অংশ আফ্রিকায় পাঠানো হবে। 

এই সামিটে তুরস্কের সঙ্গে কাজ করতে একমত হন আফ্রিকার নেতারা। ওমিক্রনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফ্রিকার লোকজন। সম্প্রতি আফ্রিকার করোনা সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে।