মাহবুব তালুকদারের কথায় কোনো ‘সঙ্গতি নেই’: সিইসি
Published : Friday, 7 January, 2022 at 12:00 AM
চলমান ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কথায় কোনো ‘সঙ্গতি’ পাচ্ছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তার ভাষায়, মাহবুব তালুকদারের বক্তব্য ‘অপ্রাসঙ্গিক ও অপপ্রচারমূলক’; আর নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর দায় ‘নির্বাচন কমিশনের নয়’।
বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটে সংঘাত-সহিংসতায় ৯ জনের মৃত্যুর পর মাহবুব তালুকদার বলেছিলেন, এখন ‘ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই’।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সিইসি।
উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “উনি তো এরকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য।
“এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা। ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।”
সিইসি হুদা মনে করেন, কমিশনার মাহবুবের এমন মন্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং হয়ত তার কোনো ‘এজেন্ডা’ আছে, যা বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে ‘হেয় করতে’ তিনি বারবার এসব বলেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নয়। দায় প্রার্থী ও তাদের সমর্থকদের। সহিংস ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রে বাইরে। তাদের বারবার বলি সহনশীল হতে।”
প্রতিটি মৃত্যুর জন্যই নির্বাচন কমিশন ‘মর্মাহত’ জানিয়ে নূরুল হুদা বলেন, “এগুলো অপ্রত্যাশিত। আমরা এগুলো চাই না। প্রার্থীদের আমরা বারবার অনুরোধ করি- নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসাপরায়ণ নয়, রক্তপাত নয়।”