ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্লো ওভার রেটের শাস্তিতে আইসিসির নতুন নিয়ম
Published : Saturday, 8 January, 2022 at 12:00 AM
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের প্লেয়িং কন্ডিশনে একাধিক নিয়ম বদল করেছে আইসিসি, যার মধ্যে রয়েছে স্লো ওভার রেটের শাস্তিও। সদ্য সংযোজিত নিয়ম অনুযায়ী মন্থর ওভার রেটের জন্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও শাস্তির মুখে পড়তে হবে ফিল্ডিং করা দলটিকে।
আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মন্থর ওভার রেটের শাস্তিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, 'ফিল্ডিং করা দল যদি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি করতে না পারে তাহলে মন্থর ওভার রেটের শাস্তি পাবে। সেক্ষেত্রে শাস্তিস্বরূপ ইনিংসের বাকি ওভারগুলিতে ৩০ গজের বাইরে একজন কম ফিল্ডার রাখতে হবে।'
আইসিসি লক্ষ্য প্রতিটি ফরম্যাটের খেলাতেই গতিসঞ্চার করা। ইংল্যান্ডে আয়োজিত অভিনব দ্য হান্ড্রেডেও একই ধরণের নিয়ম রাখা হয়েছিল। তার কার্যকারীতা প্রমাণ হওয়ার পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের জন্যে নতুন নিয়মটি সংযোজন করেছে আইসিসি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের প্লেয়িং কন্ডিশনে অন্যান্য বদলগুলির মধ্যে রয়েছে একটি ঐচ্ছিক পানীয় বিরতি। প্রতিটি ইনিংসের মাঝপথে আড়াই মিনিটের পানীয় বিরতি নিতে পারবে দুই দল। তবে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে অংশগ্রহণকারী দুই দলকেই এই বিরতির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে হবে।
আগামী ১৬ই জানুয়ারি সাবিনা পার্কে আয়োজিত হতে চলা ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড ম্যাচ থেকেই নতুন নিয়ম কার্যকরী হবে। নতুন নিয়মের আওতায় প্রথম মহিলা ক্রিকেট ম্যাচ আয়োজিত হবে ১৮ই জানুয়ারি। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজেরই মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।