ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম উদ্বোধন
Published : Saturday, 8 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
" শৃঙ্খলাই জীবন" এই মূলমন্ত্রে উজ্জীবিত ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের দৈনন্দিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিগত ১৩ বছর যাবৎ এই প্রতিষ্ঠানটি সাপ্তাহিক একদিন কার্যক্রম পরিচালনা করে আসছে। শুক্রবার সকাল থেকে দৈনন্দিন কার্যক্রমের পরিচালনার অংশ হিসাবে উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা সদরের ধান্যদৌল ডায়াবেটিক হাসপাতাল কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিএমএ'র কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম। অনুষ্ঠানে শোক প্রস্তাব তুলে ধরেন ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোঃ সেলিম সৌরভের সঞ্চালনায় ও ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি এডভোকেট আ.হ.ম. তাইফুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও জমিদাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।
উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, অর্থমন্ত্রণালয়ের উপসচিব ডা. জসিম উদ্দিন, বাংলাদেশ কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. জামানুল করিম, ডা. মোসা. রেখা,  কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের কনসালটেন্ট ডাঃ দিলরুবা বেগম,  কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) পরিচালক রঞ্জন কুমার গুহ, বার্ড এর ডেপুটি ডাইরেক্টর কাজী সুনিয়া রহমান, জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মুমিন ফেরদৌস, সিসিএন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা তারিকুল ইসলাম চৌধুরী, মাহবুব মজুমদার, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম মজুমদার, অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ঢাকাস্থ বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সভাপতি এমএ মতিন, ডা. জহিরুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন কলেজের শিক্ষক, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।