Published : Saturday, 8 January, 2022 at 12:00 AM, Update: 08.01.2022 12:50:12 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচংয়ে আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকারের অধীনে ইউপি নির্বাচন। এরই ধারাবাহিকতায় আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় গতকাল শুক্রবার বিকেলে আনন্দ মিছিল করে অত্র ইউনিয়নের সাধারণ মানুষ।
আনন্দ মিছিল শেষে পূর্ণমতি মনসূর আহমেদ উচ্চ বিদ্যলয় মাঠে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। এসময় সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো। আমি আপনাদেরই লোক, আপনাদের সুখদুঃখের ভাগিদার। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদেরই আশা-আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রতিফলন ঘটাতে নিরলসভাবে কাজ করে যাবো। এসময় উপস্থিত ছিলেন, পূর্ণমতি গ্রামের আওয়ামী লীগের সভাপতি তৌহিদ মিয়া সর্দার, বীর মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিন খান, বুড়িচং আওয়ামী লীগের সাবেক সদস্য পূর্ণমতি মনসূর আহমেদ উচ্চ বিদ্যলয়ের সভাপতি হোসেন মাস্টার, মোঃ শাহজাহান পুলিশ (অবঃ), সাবেক সভাপতি হাবিবুর রহমান চান মিয়া, বুড়িচং আওয়ামী লীগের সদস্য মজিদ মাস্টার, খোরশেদ আলম খোকন, মোশাররফ হোসেন ভূইয়া বাবুল, ইসরাফিল মুহুরী, ওয়ালী সর্দারসহ আরও অনেকেই।
বুড়িচং সদর ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন একজন সাদা মনের মানুষ। তিনি বুড়িচং সদর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায়ও বিভিন্ন সময়ে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের লোকজনকে সাহায্য সহযোগিতা করে আসছেন নিজস্ব অর্থায়ণে। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। ভোটাররা জানান, তিনি বিজয়ী হলে বুড়িচং সদর ইউনিয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় রুপান্তরিত হবে।