ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শনাক্তের ৭৯ শতাংশই ঢাকার
Published : Saturday, 8 January, 2022 at 12:00 AM
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৬ জন আর শনাক্তের হার ছাড়িয়েছে পাঁচ শতাংশের বেশি। এসময়ে শনাক্তের হার পাঁচ দশমিক ৬৭ শতাংশ। প্রায় সাড়ে তিন মাস পর শনাক্তের হার পাঁচ শতাংশ ছাড়িয়ে গেল।
শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনাক্ত হওয়া এক হাজার ১৪৬ জনের মধ্যে কেবল ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৯০২ জন। অর্থাৎ, শনাক্ত হওয়াদের মধ্যে ৭৮ দশমিক ৭১ শতাংশই ঢাকা জেলার।
আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ৯২০ জন।
অধিদফতর জানাচ্ছে, ঢাকা জেলাতে ৯০২ জনের শনাক্ত হবার পাশাপাশি ঢাকা বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে ফরিদপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে শনাক্ত হয়েছেন দুইজন করে, গাজীপুরে চারজন আর রাজবাড়ীতে শনাক্ত হয়েছেন তিনজন।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় আটজন, নেত্রকোনায় একজন আর জামালপুরে শনাক্ত হয়েছেন দুইজন।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৮২ জন, কক্সবাজার ও নোয়াখালীতে দুইজন করে, রাঙামাটিতে তিনজন, ফেনীতে চারজন, চাঁদপুরে ১১ জন আর কুমিল্লায় শনাক্ত হয়েছেন আটজন।
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ২১ জন, নাটোর আর বগুড়ায় পাঁচজন করে, নওগাঁ ও সিরাজগঞ্জে চারজন করে, পাবনায় ১১ জন আর জয়পুরহাটে শনাক্ত হয়েছেন দুইজন।
রংপুর বিভাগের রংপুর জেলায় ছয়জন আর নীলফামারী ও দিনাজপুরে শনাক্ত হয়েছেন দুইজন করে।
খুলনা বিভাগের যশোর জেলায় ১০ জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে, খুলনায় চারজন আর কুষ্টিয়া জেলায় শনাক্ত হয়েছেন সাতজন।
বরিশাল বিভাগের বরিশাল জেলায় তিনজন আর পিরোজপুরে দুইজন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৯ জন আর মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন চারজন।