ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় তালুকদার একাডেমির নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Published : Sunday, 9 January, 2022 at 12:00 AM, Update: 09.01.2022 1:23:58 AM
কুমিল্লায় তালুকদার একাডেমির নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা তালুকদার একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০১০ সাল থেকে ২০২১ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার বিকেল ৩ ঘটিকায় কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও তালুকদার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুমিল্লা,মির্জাপুর,রংপুর ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।সঞ্চালনায় ছিলেন কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক ইংরেজি প্রভাষক ও তালুকদার একাডেমির কার্যকরী পরিচালক মো. খলিলুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ।প্রধান বক্তা হিসেবে ছিলেন তালুকদার একাডেমির কো-চেয়ারম্যান ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক সিকদার,বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার,কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল,কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. নারগিস আক্তার(নিরো),তালুকদার একাডেমির উপদেষ্টা ফৌজিয়া ইয়াসমিন, বার্ড উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম,শালবন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক কামাল উদ্দিন ভূঁইয়া, মডার্ন স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন,কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সরকার,বুড়িচং থানার অফিসার্স ইনচার্জ আলমগীর হোসেন ও নবাগত ছাত্র-ছাত্রী এবং ২০১০ সাল থেকে ২০২১ সালের শিক্ষাবর্ষের সফলতার সাথে উত্তীর্ণ কৃতি ছাত্র- ছাত্রী বৃন্দ। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।