ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় নির্বাচনী সহিংসতা নৌকার ২ এজেন্টকে মারধর
Published : Sunday, 9 January, 2022 at 12:00 AM, Update: 09.01.2022 1:24:12 AM
চান্দিনায় নির্বাচনী সহিংসতা নৌকার ২ এজেন্টকে মারধররণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক হামলার ঘটনায় নৌকার দুই এজেন্ট আহত হয়। আহতদেরকে চান্দিনা ও কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৭ জানুয়ারি)  সকালে উপজেলার মাইজখার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. লিটন প্রধান কে পিটিয়ে গুরুতর আহত করে আ’লীগের অপর গ্রুপ। আহত যুবলীগ নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অপরদিকে একই দিন বিকালে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের নৌকার এজেন্ট আল আমিন (২৮) কে মাথায় ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীরা। রক্তাক্ত অবস্থায় আহত আল-আমিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আল-আমিন উপজেলার বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ জানুয়ারী চান্দিনার ১২টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহিংসতা শুরু হয়। কোথাও এজেন্টের উপর হামলা, কোথাও প্রিজাইডিং অফিসারের পরিবারের হামলা আবার কোথাও সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে।
আহত আল আমিন জানান, আমি নৌকার এজেন্ট হয়েছি একটাই আমার দোষ। আমাকে কোন কারণ ছাড়াই হামলা করে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ‘খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ আহতদের সাথে কথা বলেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’