৫ শ’ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হচ্ছে কুমিল্লায়
Published : Sunday, 9 January, 2022 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ৫ শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক
মানের স্টেডিয়াম। এজন্য ৩০ একর জমি নির্ধারণ করতে একজন যুগ্ম সচিব
কুমিল্লায় এসেছেন। তিনি দিনভর কুমিল্লার একাধিক এলাকায় সম্ভাব্য স্থান
নির্ধারণের জন্য ঘুরে দেখেছেন এবং তা ‘পজিটিভলি’ গিয়েছে।
গতকাল কুমিল্লা
টাউন হলে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কুমিল্লায় কাউন্সিলর কাপ ক্রিকেট
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সরকার বিভাগ
কুমিল্লার উপ পরিচালক শওকত ওসমান এ তথ্য জানান।
তিনি বলেন, আজকে
(গতকাল) সকালে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি (যুগ্ম সচিব) কুমিল্লায়
এসেছিলেন। ৩০ একর জায়গা নিয়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে কুমিল্লায় যে আন্তর্জাতিক
মানের স্টেডিয়াম হবে- তার ফিজিবিলিটি টেস্ট করতেই তিনি কুমিল্লায়
এসেছিলেন; এবং এটা পজিটিভলি গিয়েছে। নিঃসন্দেহে এটা কুমিল্লাবাসীর জন্য
সুসংবাদ। আমরাও চাই, অন্যান্য ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, খেলাধুলার
ক্ষেত্রেও আমরা আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেবো। আমি প্রত্যাশা করি- ৪১
সালের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট নেতৃত্ব
দিবে এবং সেক্ষেত্রে কুমিল্লা অগ্রণী ভূমিকা পালন করবে।