দাউদকান্দির শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার আবদুল মান্নান
Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM
কামরুল হক চৌধুরী:
কুমিল্লা'র দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে তরুণ সমাজসেবী ইঞ্জিনিয়ার আবদুল মান্নান সভাপতি নির্বাচিত হয়েছেন।
সভাপতি'র পদ প্রাপ্তি ও নির্বাচনের স্থান নিয়ে অনেক নাটকিয়তার পর গতকাল বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে মোট ১০ জন ভোটারের মধ্যে ৯ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুল মান্নান ৬ ভোট পেয়ে (২০২২-২৩) দুই বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য,গত ৯ জানুয়ারি বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০২ জন অভিভাবক ভোটারের মধ্যে ৫৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ওই নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুল মান্নানের প্যানেল থেকে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা এবং অন্য প্যানেল থেকে ১ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান এক প্রতিক্রিয়ায় বলেন,শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠাতা,দাতা এবং স্নেহময় ছাত্র-ছাত্রীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার মান ও পরিবেশের উন্নয়ন, শৃঙ্খলাবোধ তথা বিদ্যালয়ের সামগ্রিক উন্নতিকল্পে আমি আগামী দুই বছর নিরলসভাবে কাজ করবো।
ইঞ্জিনিয়ার মান্নান বলেন, এই জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা এবং পরামর্শ একান্ত অপরিহার্য! সবার সহায়তা পেলে আমাদের এই প্রাণের বিদ্যাপীঠকে বহুদূরে এগিয়ে নিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।।