ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আওয়ামী লীগ নেতা হিরার জানাযায় এমপি বাহার
Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM, Update: 15.01.2022 2:26:22 AM
আওয়ামী লীগ নেতা হিরার জানাযায় এমপি বাহারনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ২নং দুর্গাপুর ২নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নাজমুল হাসানের পিতা তোফাজ্জল হোসেন হিরা (৬০) সাহেবের জানাজায় অংশ নিয়েছেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দীন বাহার। শুক্রবার ২নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুনানন্দি গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।মৃত আক্রমণ আলীর ছেলে তোফাজ্জল হোসেন হিরা (৬০) সাহেবের বাড়ি গুনানন্দি গ্রামের আক্রম আলী মহাজন বাড়ি।মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান।তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের একজন ত্যাগী ও কর্মঠ সদস্য ছিলেন। নিজ দলীয় পছন্দের কর্মীর মৃত্যুতে দূরে থাকতে পারেননি এমপি বাহার। ব্যক্তিগত সকল কাজ দূরে রেখে ছুটে যান জানাজায়।এর আগে বেলা ১২ ঘটিকার দিকে জুমার দিন নিজ বাড়িতে মারা যান তোফাজ্জল হোসেন হিরা।জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু,ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সেন্টু,মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল,২নং ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক ভূঁইয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বোরহান মাহমুদ কামরুল,স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ ও ইউনিয়ন নেতৃবৃন্দ সহ দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের জনগন।জানাজায় অংশ নিয়ে এমপি বাহার বলেন,দীর্ঘদিনের পরিচিত আমার পছন্দের ব্যক্তি হিরার মৃত্যুর খবর শুনে দূরে থাকতে পারিনি এবং সারাদিন আমার মনটি খারাপ ছিলো।৩০ থেকে ৩২ বছর ধরে আমার সকল কাজ করতো হিরা।সে কর্মঠ মানুষ ছিলো।অনেক নেতা ধান্ধা করে রাজনীতি করে কিন্তু হিরা ছিলো কর্মঠ মানুষ সে ধান্ধা করে চলতোনা।তিনি আরও বলেন,আমি নাজমুলকে বলবো তোমাকে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিপুল ভোটে পাশ করাইছে।অতএব তুমি তাদের প্রত্যাশা পূরন করতে হবে।হিরার মতো আমার অনেক ত্যাগী কর্মী আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমিও একদিন চলে যাবো তবে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আল্লাহর বান্দাদের সেবার কাজ করেই যাবো।