Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM, Update: 15.01.2022 2:26:36 AM
নিজস্ব
প্রতিবেদক: বিশ^ ছাড়ায়ে উঠিয়াছি একা- শতবর্ষে নজরুলের বিদ্রোহী শিরোনামে
কুমিল্লায় আলোচনা সভা, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল
বিকেলে কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠানটি আযোজন করে
নৃত্যম-ললিতকলা কেন্দ্র, ছোট গল্পের আসর ও মৃত্তিকা আবৃত্তি সংগঠন।
অনুষ্ঠানে বিদ্রোহী কবিতার আদ্যোপান্ত বিষয়ে আলোচনা করেন প্রফেসর আনোয়ারুল
হক, শতবর্ষে বিদ্রোহী কবিতা বিষয়ে আলোচনা করেন ড. মেহেদী হাসান ও বিদ্রোহী
কবিতার ভিন্ন পাঠ বিষয়ে আলোচনা করেন হালিম আবদুল্লাহ। এচাড়াও আরোচনা অংশ
নেন ডা. ইকবাল আনোয়ার। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করেন
রুবেল কুদ্দস এবং নৃত্য পরিবেশনায় ছিলেন মাহিমা নাজমুল এষা।
আলোচনায়
বক্তারা জাতীয় কবি ও বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নানান
দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা বিদ্রোহী কবিতার সামাজিক, রাজনৈতিক এবং
সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও কাজী নজরুলের অন্যান্য রচনা
নিয়েও বিশদ আলোচনা করেন বক্তারা।