ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
"উদ্দীপন বাগমারা"র উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রদীপ মজুমদার
Published : Saturday, 15 January, 2022 at 6:39 PM
তীব্র শীত আর মেঘলা আবহাওয়ায় শীতার্ত মানুষের কষ্ট যখন সীমাহীন তখনি হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সামাজিক সংগঠন "উদ্দীপন বাগমারা"। 

১৪ জানুয়ারি (শুক্রবার) "উদ্দীপন বাগমারা"র প্রতিষ্ঠাতা কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল) এর নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসা - এতিমখানা সহ অসহায়-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উন্নতমানের শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। 

তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা। এসময় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা। 

এ সময় "উদ্দীপন বাগমারা"র প্রতিষ্ঠাতা কামাল হোসেন বলেন, "এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। উদ্দীপন বাগমারা'র পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।"
Attachments area