ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের কম্বল বিতরণ
শাহীন আলম
Published : Saturday, 15 January, 2022 at 6:59 PM
দেবিদ্বারে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের কম্বল বিতরণকুমিল্লার দেবিদ্বারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ব্যক্তিগত কার্যালয় মাঠে কম্বল বিতরণ উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক জিএস আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবলীগের প্রচার ও প্রকাশনা সোহরাব হোসেন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. রুবেল,  পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এসডি রুবেল প্রমুখ। কম্বল বিতরণের আয়োজক মো. সাদ্দাম হোসেন বলেন, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র নির্দেশনায় রাতে শীতার্ত প্রায় ২০০ মানুষের ঘরে ঘরে কম্বল পৌছে দেয়া হবে। উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী বলেন, বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ রেখেছেন। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে ৩০ লাখেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ শুরু করেছে।