স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার্থীদেরকে বেশি বেশি জ্ঞান আহরণ করতে হবে। দেশের এবং মানুষের কল্যাণের জন্য সবাইকে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ তিনি আজ কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন ও উদ্বোধনকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখতে হবে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’
এসময় শিক্ষাঙ্গণকে বহিরাগতদের প্রভাবমুক্ত এবং নির্বিঘ্ন শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান মন্ত্রী।
পরে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের নির্মাণাধীন বহুতল ভবন সহ বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন শেষে লাকসাম পৌরসভা কার্যালয়ের নবনির্মিত অত্যাধুনিক কনফারেন্স হলের উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোহাম্মদ ইফতেখার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।