১৪ দিন পিছিয়ে যাচ্ছে বইমেলা
Published : Monday, 17 January, 2022 at 12:00 AM
করোনার
ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে অমর একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহের জন্য
স্থগিত করা হয়েছে। জানা গেছে, এবার প্রতিবছরের মতো ফেব্রুয়ারির ১ তারিখ
থেকে বইমেলা শুরু না হয়ে কিছুটা বিলম্ব হতে পারে।
১ ফেব্রুয়ারি শুরু
হওয়ার কথা অমর একুশে গ্রন্থমেলা, ইতোমধ্যে স্টল বরাদ্দসহ বেশকিছু কাজের
প্রস্তুতিও জোরদার করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এরই মধ্যে
জানুয়ারি মাসের শুরু থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায়
বিশ্বব্যাপী জারি হয়েছে নতুন করে বিধিনিষেধ। বাংলাদেশেও সংক্রমণ প্রতিদিনই
বাড়ছে।
এমন পরিস্থিতিতে বইমেলা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে তা দুই সপ্তাহের জন্য
স্থগিত করা হয়েছে।
তবে মেলা ঠিক কবে থেকে শুরু হবে, এ বিষয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।