মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, নির্বাচনী আচরণবিধিতে অনেক
বিষয়েই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নিষেধাজ্ঞা যাতে লঙ্ঘিত না হয়
সেদিকে লক্ষ রাখতে হবে। কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে
কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা এমন একটি পরিবেশ
নিশ্চিত করতে চাই, যাতে নির্বাচনের সব পক্ষই আশ্বস্ত হতে পারে যে,
নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হতে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য
সকল প্রার্থীরা প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান রোববার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে আসন্ন
ইউপি নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা
সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বলেন, পুলিশ
সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। সহকারী
কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, জেলা
নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল
হাসান রাসেল, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা,
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান
তালুকদার, ৬ রিটার্নিং কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার, কামরুল হাসান, জাহিদ
হোসেন, ফারুক হোসেন, আজহারুল ইসলাম, আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান, সাধারণ
সদস্য ও সংরক্ষিত সাধারণ সদস্য প্রার্থীরা।
আগামী ৩১ জানুয়ারি সোমবার
৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টি
ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ২১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৫৭ জন,
৬২টি সংরক্ষিত নারী সদস্য পদে ২১৫ জন এবং ১৮৭টি সাধারণ সদস্য পদে ৭৯৩জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও দুইজন সাধারণ সদস্য ও একজন
সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
উল্লেখ্য, মৌজা সংক্রান্ত জটিলতায় মুরাদনগর সদর ইউপি নির্বাচন বন্ধ রয়েছে।