কুমিল্লাকে হারিয়ে শীর্ষে ফিরল বরিশাল
Published : Tuesday, 8 February, 2022 at 12:00 AM
সাকিব
আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে কুমিল্লার বিপক্ষে ৩২ রানের জয়ে পেয়েছে
ফরচুন বরিশাল। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল বরিশাল। এদিন
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৫৫ রান করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে
১২৩ রানে থেমেছে ইমরুল কায়েসদের ইনিংস।
বরিশালের হয়ে অর্ধশতক হাকিয়েছেন
সাকিব আল হাসান। ৩৭ বলে চারটি বাউন্ডারি ও ২ ছক্কায় সাজানো সাকিবের এই
ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে দলের ওপেনার মুনিম শাহরিয়ারের ব্যাট
থেকে। ২৫ বলে চারটি বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজানো তার ইনিংস।
কুমিল্লার হয়ে দুই উইকেট শিকার করেন তানভীর ইসলাম। একটি করে উইকেট নেন করিম জানাত, মঈন আলি ও মোস্তাফিজুর রহমান।
১৫৬
রানের জবাবে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দ্বিতীয় ওভারেই কুমিল্লার
অধিনায়ক ১ রান করা ইমরুলকে আউট করেন সাকিব। চতুর্থ ওভারে আরেক ওপেনার
লিটনকেও শিকার করে শুরুতেই কুমিল্লাকে চাপে ফেলে দেন সাকিব। চট্টগ্রামের
বিপক্ষে ৫৩ রান করা লিটন এবার ১৭ বলে ৪টি চারে ১৯ রানে সাজঘরে ফেরেন।
২৩
রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর চাপ সামলে উঠার আগেই মিডল-অর্ডার
ব্যাটার মাহমুদুল হাসান জয়কে হারায় কুমিল্লা। ব্রাভোর শিকার হওয়ার আগে ৫
রান করেন জয়। আর ১১ বলে ৬ রান করেন মঈন আলি। এছাড়া আউট হওয়ার আগে নাহিদুল ১
রান, সুনিল নারিন ৩ রান এবং মুমিনুল হক করেন ৩০ রান। শেষদিকে ১৩ বলে ১৭
রান করেন করিম জানাত। আর ১৪ বলে অপরাজিত ২১ রান করেন তানভীর।
ব্যাট হাতে ৫০ রান এবং বল হাতে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।