টি-টোয়েন্টি বিশ্বকাপ৫ ঘণ্টার মধ্যেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট!
Published : Tuesday, 8 February, 2022 at 12:00 AM
দেখতে
দেখতে আরেকটি বৈশ্বিক ইভেন্টের সামনে চলে এসেছে ক্রিকেট। অক্টোবরে
অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর। অনলাইনে
সোমবার থেকে টিকিটও বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরুর ৫ ঘণ্টার মধ্যেই
ভারত-পাকিস্তান ম্যাচের নির্দিষ্ট টিকিট শেষ হয়ে গেছে।
বৈশ্বিক ইভেন্টে
সব সময় ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি আলাদা দৃষ্টি থাকে ভক্তদের। আসন্ন
ম্যাচটি ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
ফাইনালসহ মোট ৪৫টি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইট টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ ডট কমে।
টিকিটের
বিস্তারিত তুলে ধরে আইসিসি জানিয়েছে, ‘প্রথম রাউন্ড ও সুপার টুয়েলেভের
প্রতিটি ম্যাচেই শিশুদের টিকিট পাওয়া যাবে। যার মূল্য ধরা হয়েছে ৫ ডলার।
সঙ্গে বয়স্কদের প্রতিটি ভেন্যুতে নির্ধারিত ম্যাচে টিকিটের মূল্য ধরা হয়েছে
২০ ডলার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
এবারই প্রথম ছেলেদের ইভেন্টের আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছে। ম্যাচগুলোর
ভেন্যু হিসেবে রয়েছে- অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ
ও সিডনি।
টুর্নামেন্ট ১৬ অক্টোবর শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ফাইনাল খেলা হবে মেলবোর্নে।