বুড়িচংয়ে ফাজিল দ্বিতীয় দিনের পরীক্ষায় ৩৩ জন অনুপস্থিত
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: সারা দেশের ন্যায় ইসলামি আরবি বিশ^বিদ্যালয় পরিচালিত ফাজিল বিভিন্ন পর্বের পরীক্ষায় দ্বিতীয় দিনের পরীক্ষায় বুড়িচংয়ে ৩৩ জন অনুপস্থিত রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত ফাযিল ১ম, ২য়, ৩য় (নিয়মিত, অনিয়মিত) পরীক্ষায় বুড়িচং উপজেলা ভিত্তিক খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। এতে গত ৯
ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাজিল পাস ১ম বর্ষের আল আকাইদ আল ইসলামিয়্যাহ ৩য় পত্র এবং ফাজিল পাস ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৩য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ফাজিল পাস ১ম বর্ষের আল আকাইদ আল ইসলামিয়্যাহ ৩য় পত্রের পরীক্ষায় ১৫৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন অনুপস্থিত রয়েছে। ফাজিল পাস ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৩য় পত্রের পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে এর মধ্যে ৮ জন সহ মোট ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বিভিন্ন দিক পরিদর্শন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান।