আলোকিত মন না হলে সমাজকে কিছু দেওয়া সম্ভব নয়
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
মানুষের মন কেন উদার হবে না প্রশ্ন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, উদার মন না হলে সেটা আলোকিত হতে পারে না। আলোকিত মন না হলে সমাজকে কিছু দেওয়া যায় না। গুণীজনকে সম্মান করা যায় না।
তিনি বলেন, সমাজ যদি গুণীজনদের সম্মান না দেয় তাহলে গুণীজন জন্মায় না। আমরা আজ যদি দেখি, সমাজে কত ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা রয়েছে। এরই মধ্যে গুণীজনদের সম্মান দেওয়া বেশ ভালো একটি উদ্যোগ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশাল বাংলা প্রকাশনী আয়োজিত ‘সমরেশ বসু সাহিত্য ও স্মৃতি পুরস্কার-২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আরেফিন সিদ্দিক বলেন, পৃথিবীতে এত আলো, সেই আলোর মধ্যে কেন এত অন্ধকার! মানুষের মন কেন এত সংকীর্ণ?
তিনি বলেন, লেখার মাধ্যমে আমরা সত্য চিত্র দেখতে পাই। মহান মুক্তিযুদ্ধ নিয়ে কিছু গ্রন্থ লেখা দেখলাম আজ। যাদেরকে আজ সম্মানিত করা হয়েছে তা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আয়োজনটিও সমরেশ বসুর মতো গুণীজনের নামেই।
বিশাল বাংলা প্রকাশনী আয়োজিত ‘সমরেশ বসু সাহিত্য ও স্মৃতি পুরস্কার-২০২২’ অনুষ্ঠানে ৪২ জন গুণীজনকে তাদের লেখা ও কর্মের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। লেখক, সাংবাদিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার শহীদুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সহ অন্যান্যরা।