স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট মনোহরগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
গতকাল দুপুরে মনোহরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপির ৮ দফা দাবিগুলো হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের নীতিমালা -২০১৮ বাস্তবায়নকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যাহার করণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে একজন অফিস সহায়ক পদ সৃষ্টিকরণ এবং ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অটো পাস প্রজ্ঞাপন জারিকরণ।
এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এই দাবিগুলো বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়ে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মনোহরগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের আহবায়ক মুহাম্মদ আলাউদ্দিন ও সদস্য সচিব মাহমুদুল হাসান।