ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার, পরিত্যক্ত গাঁজা উদ্ধার
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM, Update: 12.02.2022 12:37:23 AM
ব্রাহ্মণপাড়ায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার, পরিত্যক্ত গাঁজা উদ্ধারইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুলপরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই সাইফুল ইসলাম ও এএসআই মতিউর রহমান ফোর্সসহ গত বৃহস্পতিবার রাতে উপজেলার মালাপাড়া ইউপির মনোহরপুর চৌরাস্তা জনৈক দুলাল ভেরাইটিজ ষ্টোর দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে পলাতক আসামী মোঃ কামরুল হাসান প্রকাশ সুমন(২৮)এর ফেলে যাওয়া ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। কামরুল উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার মোঃ জয়দল হোসেন প্রকাশ জজু মিয়ার ছেলে। পলাতক আসামী কামরুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে।
অপরদিকে এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জিআর সাজা প্রাপ্ত (বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত) আসামী মোঃ শরিফুল ইসলাম(৩৬)কে গ্রেফতার করে। শরিফুল উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
এসআই হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ জিআর পরোয়ানা মূলে আসামী শাহিন(৩৪)কে গ্রেফতার করে। শাহিন উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
এএসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ জিআর পরোয়ানা মূলে আসামী মোঃ হাবিব(৩২)কে গ্রেফতার করে। হাবিব উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমি এলাকার মফিজ আলীর ছেলে।
এব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, "গ্রেফতারকৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।"