Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM, Update: 12.02.2022 12:37:30 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শফিকুল ইসলাম (৩২)নামের একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। অপরদিকে মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র নেতৃত্বে সদর ইউনিয়নের নাইঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর দক্ষিণ পাড়ার মৃত আবুল কাশেমের বাড়িতে মাদকবিরোধী টাক্সফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাব্বি মিয়ার ঘর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে টাক্সফোর্স। অভিযানের খবর পেয়ে রাব্বি মিয়া পালিয়ে যায়। রাব্বি মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, রাব্বি মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় পূর্বে থেকেই একাধিক মামলা রয়েছে।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম(৩২)কে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। শফিকুল ইসলাম উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকার মৃত মোঃ ফিরোজ মিয়ার ছেলে।