ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লালকে বিভিন্ন মহলের শুভেচ্ছা
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM, Update: 12.02.2022 12:37:34 AM
বুড়িচং ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লালকে বিভিন্ন মহলের শুভেচ্ছানিজস্ব প্রতিবেদক: গত ৭ই ফেব্রুয়ারি বুড়িচং উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদ হতে নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন কে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর হতেই খাড়াতাইয়া, গাজীপুর শিকারপুর,বুড়বুরিয়া, মিথিলাপুর শিবরামপুর, আগানগর, মহিষমারা সহ ষোলনল ইউনিয়নের সর্বস্তরের ছাত্র-শিক্ষক পেশাজীবী সহ নব নির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি শিক্ষকদের দল এবং খাড়াতাইয়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদ ও শিক্ষকমন্ডলী নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্বাচন সমন্বয়কারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোলায়মান। খাড়াতাইয়া ফ্রেন্ডস ক্লাব কামাল উদ্দিন, আলামিন ও ইমরান এর নেতৃত্বে পশ্চিম পাড়ার যুবক বৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কৃতী ছাত্র শাহজালাল ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র সুইটের নেতৃত্বে, খাড়াতাইয়া ভূঁইয়া ফাউন্ডেশন  আবু মুসা উদ্দিনের নেতৃত্বে নব নির্বাচিত সদস্য জালাল উদ্দিনের নেতৃত্বে সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আলহাজ্ব আব্দুস সালাম মাস্টার সাবেক মেম্বার আব্দুল মনাফ সাবেক ছাত্র নেতা জামাল উদ্দিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান, সাইফুল ভূঁইয়া এবং বর্তমান মেম্বার সেলিমের নেতৃত্বে মাওলানা আবু সাদেক, মো জাহাঙ্গীর সরদার,রুহুল আমিন, আবুল হোসেন, আবুল হোসেন সার্জেন্ট, ফয়েজ আহমেদ ভূঁইয়া, মোস্তফা ভুইয়া রুহুল আমিন ভূঁইয়া মাহবুবুল হক প্রভাষক সাইফুল ইসলাম, মাওলানা, মাহফুজুর রহমান মাওলানা আব্দুল হান্নান, ভূঁইয়া বাড়ির সকল যুবক বৃন্দ এবং বুড়বুরিয়ার মোঃ ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের শিক্ষক আব্দুল খালেক, আব্দুল অদুদ, রেয়াসত আলী সহ সর্বস্তরের জনগণ। এছাড়া, গাজীপুরের আব্দুল কুদ্দুস মেম্বার এর নেতৃত্বে শাহ আলম গাজীপুর মধ্যপাড়া চেয়ারম্যান বাড়ি সহ গাজীপুরের সর্বস্তরের জনগণ মহিলা ও মা বোনেরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডঃ মোঃ সোলায়মান বলেন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম খোকন বড় ভুমিকা রাখেন। একটি অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এই নির্বাচনে ষোলনল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ম্যান্ডেট দিয়েছে তারুণ্যের প্রতীক সম্ভাবনার প্রতীক মডেল ইউনিয়ন করার প্রত্যাশায় যিনি সর্বস্তরের মানুষকে উজ্জীবিত করেছেন সেই প্রিয় ব্যক্তিত্ব হাজী মোঃ বিল্লাল হোসেন কে । সকল প্রকার ভেদাভেদ ভুলে গরীব দুঃখী মানুষের আমানত গুলো যেন তারা নিশ্চিত করতে পারে সেই প্রচেষ্টা চালানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন যুবসমাজের খেলাধুলায় অংশগ্রহণের নিশ্চয়তা এবং মাদক মুক্ত একটি মডেল ইউনিয়ন গড়তে এগিয়ে আসার আহবান জানান। সেই লক্ষ্যে অত্র ইউনিয়নের সকল ছাত্র, শিক্ষক, পেশাজীবী, চাকরীজীবি ব্যবসায়ী, রাজনীতিবিদ কৃষকসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ সোলায়মান সহ সর্বস্তরের অফিস পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন, টিমগুলোর নেতৃত্ব দিয়েছেন, গ্রামগুলো, কেন্দ্রগুলো নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরবর্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম কর্তৃক সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বুড়িচং উপজেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ষোলনল ইউনিয়নের ১৩ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে বিভিন্ন প্রতীকের প্রাপ্ত ফলাফল গুলো কেন্দ্রগুলোতে প্রিসাইডিং কর্মকর্তা প্রদত্ত স্বাক্ষরিত ফলাফল তার সাথে মিল ছিল এবং যা ভিডিও রেকর্ডে আছে। পরবর্তীতে তাদের যোগে ভুল হওয়ায় তা সংশোধন করে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে রক্ষিত ফলাফল তালিকা অনুসারে রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণা মিল থাকায় এবং তা যোগ করার মাধ্যমে প্রথমেই আনারস প্রতীকের বিজয় সুনিশ্চিত ছিল পরবর্তীতে জেলা রিটানিং কর্মকর্তা সহ উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাদের ভুল বুঝতে পেরে ফলাফল সংশোধন করে ঘোষণা করেন তাতে কোন ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা ছিল না বরং নাটকীয় ভাবে অন্য প্রতীকের পক্ষে ফলাফল ঘোষণা হওয়ায় ওই ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও জনমনে বিস্মিত ও হতবাক সৃষ্টি হয়েছে। পরিশেষে নির্বাচন কমিশন তাদের যোগফল সংশোধন করে ফলাফল ঘোষণা করায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং এই ফলাফল নিয়ে কোন ধরনের ছলচাতুরির আশ্রয় না নেওয়া হয় সে ব্যাপারে প্রশাসনসহ সর্বস্তরের প্রতি অনুরোধ জানান।