দোরিয়েন্তনের পায়ে বল মানেই গোলের ফোয়ারা। লিগের দুটি ম্যাচে গোল করে পায়ের জাদু দেখিয়েছেন তৃতীয় ম্যাচেও। যার নিঁখুত ফিনিশিংয়ে রহমতগঞ্জকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আবাহনী। ৫ মিনিটের তাণ্ডবে হ্যাটট্রিকের কীর্তিও গড়েছেন। বাংলাদেশের মাঠে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়ে তাই ভীষণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।
দোরিয়েন্তন মৌসুমে প্রথমবারের মতো আবাহনী লিমিটেডে খেলতে এসেছেন। দুটি টুর্নামেন্টে ৮ গোল করে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন। রবিবার প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়ে এই স্ট্রাইকার বলেছেন, ‘প্রতি ম্যাচে আমি গোল করতে চাই। লক্ষ্য থাকে গোল করে দলকে জেতানো। আজকে গোল পেয়েছি, ভালো লাগছে।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে তিনটি গোলই আসে দোরিয়েন্তনের কল্যাণে। এর মধ্যে প্রথম দুটি গোল বানিয়ে দিতে অবদান ছিল কোস্টারিকান সতীর্থ দানিয়েল কলিনদ্রেসের। হ্যাটট্রিকের অনুভূতি নিয়ে দোরিয়েন্তন বলেছেন, ‘তিন গোল করে আমি উচ্ছ্বসিত। যে কোনও ফুটবলারের কাছে এটি বড় বিষয়। সবচেয়ে বড় বিষয়টা হলো দল বড় ব্যবধানে জিতেছে। সামনের ম্যাচগুলোতেও গোল করে দলের জয়ে সমানভাবে ভূমিকা রাখতে চাই।’
এই নিয়ে প্রিমিয়ার লিগে দোরিয়েন্তনের গোলসংখ্যা ৫টি। এককভাবে শীর্ষে আছেন। শুরুর ভাগে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্টও। দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু তাই প্রশংসা করলেন দোরিয়েন্তনের, ‘শুরুর দিকে আমরা সুযোগ পেয়ে গোল করতে পারিনি। মাঝে ছন্দটা হারিয়ে ফেলেছিলাম। তবে গুছিয়ে ওঠে দল প্রথমার্ধেই তিন গোল আদায় করে নিতে পেরেছে। দোরিয়েন্তন আরও গোল পেতে পারতো। তবে ওর পারফরম্যান্সে আমরা খুশি।’
চোটের কারণে রাফায়েল অগাস্তো, ইমন মাহমুদ ও মোহাম্মদ হৃদয় না থাকায় আবাহনীর মধ্যমাঠ দুর্বল হয়ে পড়েছে। তবে তাদের ছাড়াই জয় নিয়ে মাঠ ছাড়াটা ছয়বারের লিগ চ্যাম্পিয়নদের জন্য বড় স্বস্তির।