ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর মাঠে গড়ানোর আগে চলছে নিলাম প্রক্রিয়া। যেখানে লিটন দাস নাম দিলেও কোনো দল তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। যার ফলে নিলামের দ্বিতীয় দিনে যে সেটে (উইকেটরক্ষক ব্যাটার) লিটনের নাম ওঠার কথা, সেখানে তাকে ডাকা হয়নি। নিলামের প্রথম দিনেই দল গোছানোর কাজ বেশ খানিকটা সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিরা। দ্বিতীয় দিন যাদের নাম তোলার কথা, তাদের চাহিদা তাই কম। সে কারণে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে বেছে বেছে নিলামে নাম ডাকা হচ্ছে।
তবে লিটনের সেট থেকে অনেক খেলোয়াড় দলও পেয়েছেন। কাউকে কাউকে নিয়ে হয়েছে কাড়াকাড়িও। কিন্তু ডাকা হয়নি লিটনের নাম। নাম না ওঠায় এই উইকেটরক্ষক ব্যাটারের দল পাওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে।
আইপিএলের এবারের নিলামে আছেন ৫ বাংলাদেশি। নিলামের প্রথম দিন গত ১২ ফেব্রুয়ারি নাম ওঠে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস এক ডাকে দলে ভেড়ালেও সাকিবকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।
মুস্তাফিজ, সাকিব ও লিটন ছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। মুস্তাফিজ ও সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। মুস্তাফিজকে এই দামেই কিনেছে দিল্লি। লিটন, তাসকিন ও শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। তাদের কারোরই আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই।