ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্র থেকে ছেলে ফিরলে বাপ্পি লাহিড়ির শেষকৃত্য
Published : Wednesday, 16 February, 2022 at 1:23 PM
যুক্তরাষ্ট্র থেকে ছেলে ফিরলে বাপ্পি লাহিড়ির শেষকৃত্যভারতীয় কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ি। হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের জুহুরের এক হাসপাতালে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে।

একইসঙ্গে জানানো হয়, বাপ্পি লাহিড়ির একমাত্র পুত্র বাপ্পা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে ভারতে এসে পৌঁছাবেন তিনি। তারপরই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে।

আনুষ্ঠানিক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। আমাদের প্রিয় বাপ্পি আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন। তার আত্মার জন্য দয়া করে শান্তি কামনা করুন।

বাপ্পি লাহিড়ি ভারতীয় সংগীতে ৮০ এবং ৯০ দশককে সমৃদ্ধ করেছেন। ভারতীয় সিনেমায় ডিস্কো ঘরানার সংগীতের প্রবর্তকও বলা হয় তাকে।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৫২ সালের ২৭ নভেম্বর তার জন্ম। তার আসল নাম অলোকেশ লাহিড়ী। তার মা-বাবা দুজনেই ছিলেন সংগীতশিল্পী।