ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ৫ জন গ্রেপ্তার
Published : Sunday, 20 February, 2022 at 12:00 AM, Update: 20.02.2022 12:28:45 AM
ব্রাহ্মণপাড়ায় ৫ জন গ্রেপ্তারইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্র ও শনিবার জিআর পরোয়ানা মূলে আসামি, চুরির মামলার এজাহারনামীয় আসামী, আইনের সাথে সংঘাতে জড়িত পুলিশ হেফাজতে নেয়া শিশু ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর খন্দকার ষ্ট্রোরের পশ্চিম পাশের মোঃ সুজন আহাম্মেদ এর ফলের দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে মো: সুজন আহাম্মেদ (২৮)কে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১শত ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সুজন আহাম্মেদ উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর চারিপাড়া এলাকার মৃত: হাজী চাঁন মিয়ার ছেলে। এসময় আইনের সাথে সংঘাতে জড়িত থাকার অভিযোগে শিশু মো: ফাহিম মিয়া(১৬)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ফাহিম ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘর এলাকার মো: বাবুল মিয়ার ছেলে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২২, তারিখ-১৯/০২/২০২২ইং, ধারা- ৩৭৯/৪১১/৪১৩ দঃ বিঃ (চুরির) মামলার এজাহারনামীয় আসামী মোঃ মনির হোসেন(১৮) ও মামুন হোসেন (২৪)কে গ্রেফতার করে। মনির হোসেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোঃ আব্দুল বারেকের ছেলে। মামুন হোসেন একই ইউনিয়নের সাহেবাবাদ পশ্চিম পাড়া এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।
অন্যদিকে এএসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ জিআর পরোয়ানা মূলে আসামী মোঃ কাইয়ুম(৩০)কে গ্রেফতার করে। কাইয়ুম উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার মাওঃ তাজুল ইসলাম প্রকাশ তাজুল ইসলামের ছেলে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, " আসামীগণকে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"