ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় শশীদল আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের কলেজের ধারাবাহিক অনন্য সাফল্য
Published : Sunday, 20 February, 2022 at 12:00 AM
কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ব্রাহ্মণপাড়া উজেলার শ্রেষ্ঠতম ঐতিহ্যবাহী শশীদল আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের কলেজ বরাবরের মতো এবারও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের সাক্ষর রেখে কলেজের সুনাম অক্ষুন্ন রেখেছে। এবার এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ৪৭৩জন পরীক্ষার্থী। ৪৭৩জন পরীক্ষার্থীই পাস করে শতভাগ সাফল্যের গৌরব অর্জন করে। জিপিএ-৫ পেয়েছে ১০১ জন পরীক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৯০ জন, মানবিক বিভাগে ০৮ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ০৩ জন। এই সাফল্যে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ আবু জাহের সাহেব বলেন –“যে স্বপ্ন নিয়ে আমি ও আমার ভাই মরহুম আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের এ প্রতিষ্ঠান গড়েছিলাম কলেজটি সে স্বপ্ন বাস্তবে রূপদিচ্ছে। আমি এ সাফল্যের কৃতিত্ব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও দক্ষ পরিচালনা পর্ষদকেই দিতে চাই, কারণ এই পাঁচ শক্তির সম্মিলিত প্রয়াসেই এ সাফল্য। আমার চাওয়া সাফল্যের এ ধারা চিরদিন অব্যাহত থাকুক ।”
কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম এই সাফল্য কলেজের সাবেক দাতা-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের মহোদয়কে উৎসর্গ করে বলেন-‘এই সাফল্য মরহুম আবু তাহের সাহেবের দেখানো পথে আসবে এটাই কাম্য ও স্বাভাবিক। শিক্ষকদের অক্লান্ত শ্রম, শিক্ষার্থীদের বিরতিহীন অধ্যবসায়, অভিভাবকদের সচেতনতা ও পরিচালনা পর্ষদের আন্তরিক নজরদারিই এ কলেজের সাফল্যের মূলমন্ত্র।’ তিনি কলেজ পরিবারের সাথে সম্পৃক্ত সবাইকে এই সাফল্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।