ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার
Published : Saturday, 26 February, 2022 at 12:00 AM, Update: 26.02.2022 12:34:21 AM
কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববারতানভীর সাবিক, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি (রোববার) থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু করতে প্রস্তুত আমরা। তবে বিভাগ অনুযায়ী শূন্য আসনে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। আমরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলমান রাখবো। গুচ্ছের এ পদ্ধতিতে আমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। আগামী ৩০ মার্চের পরও যদি আসন ফাঁকা থাকে তাহলে ফাঁকা আসন নিয়েই ক্লাস কার্যক্রম চলবে। ৩০ মার্চের পরে আর কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হবে না।
২৭ ফেব্রুয়ারির পরে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, যারা পরবর্তীতে ভর্তি হবে তারা যেন আগের ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য একটি রিকভারি পরিকল্পনা করা হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হবে কুবির ১৫তম ব্যাচ।