ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিখোঁজের পরদিন নির্মাণাধীন ভবনে মিললো শিশুর লাশ
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM, Update: 28.02.2022 1:07:43 AM
নিখোঁজের পরদিন নির্মাণাধীন ভবনে মিললো শিশুর লাশনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণাধীন ভবন থেকে ফাহিম নামে ১৩ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামে একটি একতলা ভবনের কক্ষ থেকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছ। সে ওই গ্রামের নিঃসন্তান কৃষক মন্তাজ উদ্দিনের দত্তক নেওয়া ছেলে। ফাহিম স্থানীয় জোহরা খাতুন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছিল। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শিশুটির বাবা কৃষক মন্তাজ উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিল ফাহিম। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তিনি স্থানীয় লোকজনসহ ফাহিমকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে নিখোঁজের বিষয়টি রাত ১০টায় মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে রাত ২টার দিকে তাদের বাড়ির ৫০ গজ উত্তরে বড় ভাই মতিন মিয়ার নির্মাণাধীন ভবনের ভেতরে গিয়ে একটি কক্ষে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, 'ছেলেটির শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। আমরা হত্যার পেছনে কে বা কারা আছে, সেটি তদন্ত করে দেখছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। '