Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM, Update: 06.03.2022 12:44:59 AM
নিজস্ব
প্রতিবেদক: ‘কুমিল্লা সিটিতে উন্নয়নের নামে সরকারের টাকা লুট হয়েছে’
উল্লেখ করে মেয়র নির্বাচিত হলে প্রথমেই কুমিল্লা সিটি কর্পোরেশনে
দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরী করার প্রত্যাশা জানিছেন বাংলাদেশ আওয়ামী লীগ
থেকে মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নূর উর
রহমান মাহমুদ তানিম। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে
দৈনিক কুমিল্লার কাগজের অনলাইন প্লাটফর্ম সিকে টুয়েন্টিফোর ডট কম-এর টক শো
‘ভোটের মাঠে কথার লড়াই’ অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের
সাবেক ভিপি ও জিএস নূর উর রহমান মাহমুদ তানিম নিজের প্রার্থীতা জানান দিয়ে
এসব কথা বলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে তার নিজের পরিকল্পনা
জানিয়ে তানিম বলেন, নগরবাসী রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি নিজেদের উন্নয়নও
চায়- কুমিল্লার নগরায়নের জন্য সকল শ্রেণিপেশার মানুষের ভূমিকা রয়েছে। আমি
নির্বাচিত হলে নাগরিকদের সাথে নিয়ে সমন্বয় সভা করে অবকাঠামো উন্নয়নে কাজ
করবো। মাদক নির্মূলে কাজ করবো। শহরে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। জনশ্রুতি
রয়েছে- মাদকের সাথে কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। আশা করছি
প্রশাসন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনবে। সেক্ষেত্রে নাগরিকদেরকেও
সচেতন হতে হবে।
তিনি বলেন, কুমিল্লার মানুষের জন্য প্রধানমন্ত্রীর
উপহার এই সিটি কর্পোরেশন। কিন্তু এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তিনি
(প্রধানমন্ত্রী) প্রচুর অনুদান দিয়েছেন। কিন্তু কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি।
চারিদিকে শুধু খোড়াখুড়ি। রাতের আঁধারে রাস্তা খোঁড়া হয়। নির্মাণের কয়েকদিন
পর আবার রাস্তা ভাঙ্গাচুড়া। ভোগান্তি আর ভোগান্তি। আমি নির্বাচিত হলে
প্রথমত সিটি কর্পোরেশনের চলমান সমস্যাগুলো সমাধানে কাজ করবো। রাস্তায়
নামলে যানজটে এবং জনজটে চলাচল করা যায় না। ড্রেনেজ সিস্টেমে নানাবিধ
সমস্যা। প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনকে যেভাবে অর্থনৈতিক
সহযোগিতা করে যাচ্ছেন- কিন্তু টাকা থাকা সত্ত্বেও কুমিল্লা সিটি সমস্যাগুলো
সমাধান করা হয়নি। আমি নির্বাচিত হলে সে সব সমস্যা সমাধানে কাজ করবো।
তানিম
বলেন, মেয়র নির্বাচিত হলে প্রথমেই কুমিল্লা সিটি কর্পোরেশনে
দুর্ণীতিমুক্ত প্রশাসন তৈরী করবো। আমি কোন অনিয়মের এক বিন্দু ছাড় দিবো না।
কুমিল্লার কান্দিখাল দখল হয়ে গেলো, কুমিল্লার মেয়র বলছেন- তা নাকি দখলমুক্ত
করবেন । কিন্তু কিভাবে করবেন? আমি মেয়র হলে - মানুষ নিয়ে প্রতিহত করতাম।
দর্শকদের
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা সিটির ভেতরে ও বাইরে একটি
সিন্ডিকেট তৈরি হয়েছে। হাজার কোটি টাকার টেন্ডার হয়; কিন্তু কোথায় হয়; কে
টেন্ডার ড্রপ করে- সাধারণ মানুষ তা জানতে পারে না। আমি যদি মেয়র হই- একটি
স্বচ্ছ কাঠামো গঠন করা করে মানুষের প্রত্যাশা পূরণ করবো। মেয়র সাহেব রকমারি
আচরণ করে বিদঘুটে পরিবেশ তৈরি করেছেন। টাকা লুট করেছেন। তার ছত্রছায়ায়
থাকা নেতাকর্মীরা বাড়ি-গাড়ি করছেন। উন্নয়ন হয়নি। সরকারের টাকা লুট হয়েছে।
এক টাকার কাজ হলে বিল করা হচ্ছে ১০টাকা। আমি নির্বাচিত হলে একটি
দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করবো। প্রথম দুর্নীতি দূর করার কাজে হাত দেবো।
বাংলাদেশ
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে তানিম জানান,
১০ বছর আগে থেকেই আমি আমার স্বতন্ত্র সত্ত্বা নিয়ে রাজনীতি করে যাচ্ছি।
দীর্ঘদিন যাবত মাঠের রাজনীতি করছি। মানুষের সংস্পর্শে আছি। নির্বাচন
কেন্দ্রীক রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছি। আমার অভিজ্ঞতা হয়েছে। কুমিল্লায়
যদি স্বচ্ছ ভোট হয়, আমি যদি দলের মনোনয়ন পাই; অবশ্যই আমি জন রায় পাবো।
কুমিল্লার মানুষকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে রাখার চেষ্টা করবো।
কুমিল্লার মানুষের চলমান সমস্যা প্রধানমন্ত্রীর সহযোগিতায় সমাধান করা
চেষ্টা করবো।