ইউক্রেনে রুশ সেনাদের হামলার ১২তম দিনে রাজধানী কিয়েভের পশ্চিম এবং উত্তর পশ্চিমে ব্যাপক গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। কিয়েভে অবস্থানরত সিএনএনের সাংবাদিক দল বিস্ফোরণের শব্দ শুনেছে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মর্টার কিংবা গোলা বেসামরিক নাগরিকদের চেকপোস্টে আঘাত হেনেছে। এতে তিজন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে ইরপিন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। ইরপিন শহর কিয়েভের উত্তরপশ্চিমে অবস্থিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের উপদেষ্টা লেকসি আরেস্টোভিচ জানিয়েছেন, শনিবার রাশিয়ার সেনারা হোস্তমেল এবং বুচা দখল করে নিয়েছেন। এখন সেখানে তারা (রুশ সেনারা) অবস্থান করছেন।
তিনি আরও বলেন, তারা অনেক শিশুকে আহত করেছে এবং বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে সরিয়ে নিতে দেয়নি। বাঙ্কারে অনেক শিশু রয়েছে।
বেসমেন্টে এখনো ৭০ শিশু অবস্থান করছে। তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। এটা নৈতিক এবং মানবিক দুর্যোগ বলে অভিহিত করেন তিনি।
রাশিয়ার সেন্যদের হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে বলেও ইউক্রেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
সূত্র: সিএনএন