ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মস্কোর দাবি মানলেই কেবল হামলা বন্ধ: পুতিন
Published : Sunday, 6 March, 2022 at 7:28 PM
মস্কোর দাবি মানলেই কেবল হামলা বন্ধ: পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর দাবি মেনে নেওয়া হলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হবে। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপে একথা বলেছেন তিনি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনে স্থল, আকাশ ও নৌপথে রুশ হামলা একটি বিশেষ সামরিক অভিযান। এর লক্ষ্য দেশটিকে নাৎসিমুক্ত করা।

এরদোয়ানের সঙ্গে ফোনালাপে পুতিন আবারও বলেছেন, আক্রমণ পরিকল্পনা অনুসারে চলছে।

এমন মন্তব্য সম্প্রতি আরও কয়েক বার করেছেন। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যখন বলছেন, ইউক্রেনে রুশ আক্রমণ পুতিনের পরিকল্পনা মতো আগাচ্ছে না তখন তিনি এমন দাবি করে যাচ্ছেন।

ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন আশা করেন ইউক্রেনীয় মধ্যস্থতাকারীরা আরও বেশি গঠনমূলক মনোভাব গ্রহণ করবেন।

এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, তুর্কি নেতা পুতিনকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি