হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ৫২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।
শেন ওয়ার্নের মৃত্যুর পর ভারতীয় সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। গাভাস্কারের বিতর্কিত মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
গাভাস্কার বলেন, শেন ওয়ার্ন সব সময় কিং সাইজে নিজের জীবনযাপন করতে ভালোবাসতেন। হয়ত এ কারণেই তার হার্টঅ্যাটাক হয়েছে; যা তিনি সহ্য করতে পারেননি। তাই এত তাড়াতাড়ি মারা গেছেন।
শেন ওয়ার্নের মৃত্যুর পর ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সুনীল গাভাস্কার বলেন, ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের রেকর্ড একেবারে সাধারণ ছিল। ভারতে তিনি নাগপুরে মাত্র একবার পাঁচটি উইকেট পেয়েছিলেন। তিনি ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে খুব বেশি সাফল্য পাননি। সেই সময়ে ভারতীয় খেলোয়াড়রা খুব ভালো স্পিন খেলত। আমার মনে হয় না আমি তাকে সেরা বলব। ভারতের বিপক্ষে মুরালিধরন যত সাফল্য পেয়েছেন, আমি তাকে শেন ওয়ার্নের উপরে স্থান দেব।
এদিন অনুষ্ঠানে গাভাস্কার আরও বলেন, শেন ওয়ার্ন জীবনকে উপভোগ করতেন সব সময়। সবসময় জিজ্ঞেস করতেন, বিকালে কী করছ, চলো একসঙ্গে বসা যাক, কিছু খাওয়া যাক।