অস্ট্রেলিয়ার কিংবদন্তী শেন ওয়ার্নের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের পুলিশ। একজন সিনিয়র থাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওয়ার্নের।
ছুটি কাটাতে নিজ দেশ অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ড গিয়েছিলেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ৫২ বছর বয়সী ওয়াের্নর আকস্মিক মৃত্যু হয়।
এক বিবৃতিতে থাই ডেপুটি ন্যাশনাল পুলিশের মুখপাত্র কিসানা পাথানাচরন বলেন, ‘আজকে তদন্তকারীরা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন। যেখানে চিকিৎসকদের মতামত হলো, মৃত্যু স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘তদন্তকারীরা আইনের সময়সীমার মধ্যে প্রসিকিউটরদের জন্য ময়নাতদন্তের ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ দেবেন।’
প্রাথমিকভাবে ওয়ার্নের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে জানানো হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট ইতোমধ্যে ওয়ার্নের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
থাইল্যান্ডের স্থানীয় পুলিশ প্রশাসন আরও জানায়, ওয়ার্নের মরদেহ অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য সব ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সোমবার রাতে সড়কপথে ব্যাংককে নিয়ে যাওয়া হবে ওয়ার্নের মরদেহ। সেখান থেকে মঙ্গলবার অস্ট্রেলিয়ায় নেওয়া হবে।
সূত্র : বিবিসি, রয়টার্স