বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে সমানতালে লড়াই করার চেষ্টা করে যাচ্ছিলো নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। যদিও হার এড়াতে পারেনি। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে স্বাধীনতা সংঘকে ৪-২ গোলে হারিয়েছে পুলিশ। আফগানিস্তানের স্ট্রাইকার আমিরউদ্দিন শরিফির হ্যাটট্রিকে এসেছে বড় জয়।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে চতুর্থ হ্যাটট্রিক অর্জনকারী হলেন আমিরউদ্দিন শরিফি। অন্য গোলদাতা আদিল কুসকুস। এর আগে আবাহনীর দোরিয়েল্তন, চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড ও সাইফ স্পোর্টিংয়ের এমেকা ওগবাগ হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন।
আজ (সোমবার) স্বাধীনতা সংঘের হয়ে ব্যবধান কমান রাফায়েল জাবরোভস্কি ও নেদো তুর্কোভিচ।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারায় রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে ইউনুসা কামারা আত্মঘাতী গোলটি করেন।
৫৭ মিনিটে ডান দিক থেকে ফিলিপ আজাহর আড়াআড়ি ক্রস বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন কামারা। শেষ পর্যন্ত এ গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
এ নিয়ে লিগের সাত রাউন্ডের খেলা শেষ হলো। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ১৬। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল।
সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হারা মুক্তিযোদ্ধা সংসদ ৩ পয়েন্ট নিয়ে আছে তলানিতে। স্বাধীনতা সংঘ ৪ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলে।১১ পয়েন্ট নিয়ে পুলিশ এফসি পঞ্চম এবং ৭ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ অষ্টম স্থানে রয়েছে।