কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ।, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ জাতীয় দিবস। সোমবার বিকালে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ( ম্যুরালে) পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ও পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার, সোনার বাংলা কলেজের৷ অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, বনওপরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বচ্চু, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ নেয়াজ আলী সর্দার,ফারুক খান মেম্বার মোঃ ছফি উল্লাহ, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার,আওয়ামীলীগ নেতা মোঃ হোসেন মাষ্টার, মোঃ আবু ইসলাম, গিয়াস উদ্দিন, ডা. শাহীন উদ্দিন, অবসর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রমজান আলী, পীরযাত্রাপুর ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার,রাজাপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান, বাকশীমূল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান খান হিমেল,মিজানুর রহমান রেজভী, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, উপজেলা যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন আকাশ, প্রভাষক আল আমিন, মোঃ জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, দুলাল হোসাইন,ে া উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসান আহাম্মদ সুমন, ছাত্র লীগ নেতা হাবিবুর রহমান ইমন, আশ্রাফুল ইসলাম, তোষার খান, সাকিবুল ইসলাম, রুমান, ইসমাইল,নাজমুল হাসান ও রুবেল প্রমুখ।