পুলিশের বড় জয়, আবারও মুক্তিযোদ্ধার হার
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
ছয়
গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-২ গোলে হারিয়েছে
বাংলাদেশ পুলিশ এফসি। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হ্যাটট্রিক
করে জয়ের নায়ক পুলিশের আফগান ফরোয়ার্ড আমিরউদ্দিন শরিফি। বাকি একটি গোল
করেছেন আদিল কুসকুস। স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে ব্যবধান কমান রাফায়েল
জাবরোভস্কি ও নেদো তুর্কোভিচ।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল
হক মনি স্টেডিয়ামে সোমবার মুক্তিযোদ্ধা সংসদকে ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ
মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এ নিয়ে চলতি লিগে ষষ্ঠ হারের স্বাদ পেল
মুক্তিযোদ্ধা।
পুরো ম্যাচে রহমতগঞ্জ আক্রমণের পসরা বসালেও তেমন সুযোগ
বানাতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ। ৩৬ মিনিটে সিয়োভুস আসরোরভের ফ্রি কিকে
জটলার মধ্যে থেকে একজন হেড করার পর গোললাইন থেকে লাফিয়ে উঠে ডিফেন্ডার
তারেক মিয়া ফেরালে রক্ষা পায় মুক্তিযোদ্ধা।
প্রথমার্ধের শেষ দিকে সানডে
চিজোবার লং পাস ধরে বক্সে ঢুকে ফিলিপে আজাহর কোনাকুনি উঁচু শট গোলরক্ষককে
ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে ফিরে এলে আবারও বেঁচে যায় মুক্তিযোদ্ধা। তবে ৫৭
মিনিটে আর রক্ষা হয়নি। নিজেদের জালেই বল জড়িয়ে রহমতগঞ্জকে জয় উপহার দেন
কামারা। ডান দিক থেকে আজাহর আড়াআড়ি ক্রস বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের
জালেই জড়িয়ে দেন গিনিয়ান এই ডিফেন্ডার।
লিগের সাত রাউন্ড শেষে ১৮ পয়েন্ট
নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের
পয়েন্ট ১৬। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হারা মুক্তিযোদ্ধা সংসদ ৩ পয়েন্ট নিয়ে আছে
তলানিতে। স্বাধীনতা সংঘ ৪ পয়েন্ট নিয়ে আছে ১১তম অবস্থানে। ১১ পয়েন্ট নিয়ে
পুলিশ এফসি পঞ্চম এবং ৭ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ অষ্টম স্থানে আছে।