লাবুশেনের সেঞ্চুরি মিস, স্মিথও পারেননি
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
টেস্ট
ক্রিকেটে ক্রিজে নামলেই যেন রানের ফোয়ারা ছোটে তার ব্যাটে। উপমহাদেশের
কন্ডিশনে খুব বেশি খেলার অভিজ্ঞতা না থাকলেও মার্নাস লাবুশেনের তাতে থোরাই
কেয়ার! প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলতে নেমেই নিজের জাত চেনালেন এই
ব্যাটার। যদিও সেঞ্চুরি না পাওয়ার যন্ত্রণায় পুড়তে হয়েছে তাকে। লাবুশেনের
মতো সম্ভাবনা জাগিয়ে স্টিভেন স্মিথও পারেননি তিন অঙ্কের ঘরে যেতে। তবে
তাদের ব্যাটে ভর করে রাওয়ালপিন্ডি টেস্টে জবাবটা ভালোই দিচ্ছে অস্ট্রেলিয়া।
আজ
(সোমবার) পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার
সংগ্রহ ৭ উইকেটে ৪৪৯ রান। ৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করা
পাকিস্তান থেকে ২৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। আগের দিন উসমান খাজা আউট
হয়েছিলেন ৯৭ রানে। তার মতো অতটা কাছে না হলেও নার্ভাস নাইনটিনের শিকার
লাবুশেনও। ৯০ রানে বিদায় নেন এই ব্যাটার। আর দারুণ খেলতে থাকা স্মিথ
প্যাভিলিয়নে ফিরেছেন ৭৮ রানে।
৬৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা লাবুশেন
৯০ রানে থামেন শাহীন আফ্রিদির বলে। ১৫৮ বলের ইনিংসটি তিনি সাজান ১২
বাউন্ডারিতে। অন্যদিকে নুমান আলীর বলে আউট হওয়া স্মিথ ১৯৬ বলের ইনিংসটি
সাজান ৮ বাউন্ডারিতে।
অ্যাশেজে আলো ছড়ানো ট্রাভিস হেড ব্যর্থ। মাত্র ৮
রান করে ফিরে যান তিনি। তবে আলো ছড়িয়েছেন ক্যামেরন গ্রিন। ছয় নম্বরে নেমে
খেলেন ৪৮ রানের ইনিংস। অ্যালেক্স ক্যারি করেন ১৯ রান। এরপর মিচেল স্টার্ক
(১২*) ও প্যাট কামিন্স (৪*) শেষ করেছেন দিনের খেলা।
পাকিস্তানের সবচেয়ে
সফল বোলার নুমান। এই স্পিনার ৩৭ ওভারে ১০৭ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া
একটি করে উইকেট শিকার সাজিদ খান, নাসিম শাহ ও শাহীনের।