লড়াই করেও বাংলাদেশের আরেকটি হার
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
বাংলাদেশের
মেয়েরা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে প্রথমবার। লড়াকু পারফরম্যান্স উপহার
দিয়েও দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারেনি। মেয়েদের বিশ্বকাপে স্বাগতিক
নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।
ডানেডিনে
বৃষ্টির কারণে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। ফলে ম্যাচের পরিধি কমে দাঁড়ায় ২৭
ওভারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটাও খারাপ ছিল না। প্রশংসা
কুড়িয়েছে ফিল্ডিংও। শুরুতে টস হেরে ৮ উইকেটে করতে পারে ১৪০ রান।
জবাবে আধিপত্য বিস্তার করা ব্যাটিংই যথেষ্ট ছিল নিউজিল্যান্ডের। ২০ ওভারে ১ উইকেট হারিয়ে জিতে নেয় ম্যাচ।
অবশ্য
কিছু সুযোগ হাতছাড়া না হলে কিউইদের ওপর বাড়তি চাপ তৈরি করার সুযোগ ছিল।
তাছাড়া বৃষ্টিবিঘ্নিত কন্ডিশনও ভুগিয়েছে সালমা খাতুন-জাহানারা আলমদের। ১৮তম
ওভারে সুজি বেটসকে স্টাম্পিং করার সুযোগ মিস করেন শামীমা সুলতানা। নবম
ওভারে ঋতু মনির বলেও তার ক্যাচ উঠেছিল। কিন্তু সুযোগ লুফে নিতে পারেনি
বাংলাদেশ। পরে এই সুজি বেটসই আগ্রাসী মনোভাবে খেলে ম্যাচ জিতিয়েছেন। ৬৯ বলে
৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচসেরা বেটসের সঙ্গে ৩৬ বলে ৪৩ রানে
অপরাজিত থাকেন এমেলিয়া কার।
৩৬ রানে সোফি ডিভাইনকে ফিরিয়ে ব্রেক থ্রু
এনে দিয়েছিলেন সালমা খাতুন। ১৪ রান করা সোফিকে বোল্ড করেন তিনি। এর পর আর
সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে।
অথচ প্রথম
ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে যাওয়া বাংলাদেশ ব্যাটিংয়ে দারুণ শুরু করেছিল।
দশ ওভারের মাঝে দ্ইু ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক মিলে ৫৯ রান তুলে
ফেলেছিলেন। শামীমা ৩৩ রানে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা।
দুর্দান্ত এই জুটির পর বাকি ব্যাটাররা সেভাবে অবদান রাখতে পারেননি। পরে
ডাবল ডিজিটের ইনিংস ছিল মাত্র দুটি! যে কারণে ফারজানার একার লড়াইতেই
স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে। ৫২ রান করা ফারজানা দুর্ভাগ্যজনক রান আউটে ফেরেন
দলীয় ১১৯ রানে। তার ৬৩ বলের ইনিংসে ছিল ১টি চার।
রান আটকে রাখতে সক্ষম
ছিল কিউই স্পিনাররা। অ্যামি স্যাটারদয়েট বল হাতে ছিলেন সফল। ৫ ওভারে ২৫
রানে নিয়েছেন তিনটি উইকেট। একটি করে নিয়েছেন হেইলি জেনসেন ও ফ্র্যান্সেস
ম্যাকাই।