সাবিনা-কৃষ্ণাদের কাছে হারলো ছোটরা
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
ভারতের
জামশেদপুরে আগামী ১৫ থেকে ২৫ মার্চ হতে যাচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮
চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে নিবিড় অনুশীলন চলছে বাংলাদেশ দলের। পাশাপাশি
প্রীতি ম্যাচও খেলছে শামসুন্নার-রুপনা চাকমরা। সোমবার তেমন-ই এক ম্যাচে
জাতীয় নারী দলের সঙ্গে লড়াই করে হেরেছে অনূর্ধ্ব-১৮ দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ
শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হেরেছে।
প্রথমার্ধেই ২-১
গোলে এগিয়ে ছিল সাবিনা-কৃষ্ণাদের নিয়ে গড়া জাতীয় দল। যাদের প্রথম গোলটি আসে
সানজিদা আক্তারের কল্যাণে। পরক্ষণে শামসুন্নাহার জুনিয়র গোল শোধ দিয়ে
অনূর্ধ্ব-১৮ দলকে সমতায় ফিরিয়েছিল। কিন্তু অভিজ্ঞ কৃষ্ণা রানী সরকার ও
সীরাত জাহান স্বপ্না আরও দুই গোল করে তাদের ম্যাচ থেকেই ছিটকে দিয়েছেন।
তবে
ম্যাচ হারলেও কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের পারফরম্যান্সে খুশি, ‘জাতীয়
দলের কাছে অনূর্ধ্ব-১৮ দল হারবে, এটাই স্বাভাবিক। তবে ওরা সাধ্যমতো লড়াই
করেছে। যা ভারতের জামশেদপুরের সাফে বেশ কাজে দেবে বলে আমার বিশ্বাস।’
আগামী ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।