ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিশ্চিত ড্র’র পথে এগোচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
রাওয়ালপিন্ডিতে সমানতালেই লড়ছে তিনপক্ষ। পাকিস্তান-অস্ট্রেলিয়া এবং বৃষ্টি। ২৪ বছর পর পাকিস্তানে খেলতে এসে বৃষ্টির বাধার মুখে পড়েছে অস্ট্রেলিয়া। বাবর আজমদের সঙ্গে প্যাট কামিন্সরা লড়াই’ই ঠিকমত জমিয়ে তুলতে পারলো না বৃষ্টির কারণে।
তবুও, সমানতালে লড়ছে দুই পক্ষ। যার ফলে দেখা যাচ্ছে, রাওয়ালপিন্ডি টেস্টটি নিষ্প্রাণ ড্র’য়ের দিকেই এগুচ্ছে। পাকিস্তানের করা ৪৭৬ রানের জবাব দিতে নেমে চতুর্থ দিন খেলা শেষ হওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৪৯ রান করেছে অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের চেয়ে এখনও ২৭ রান পিছিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়ানরা। উইকেটে রয়েছেন মিচেল স্টার্ক ১২ রান নিয়ে এবং প্যাট কামিন্স ৪ রান নিয়ে।
বৃষ্টির কারণে আজ চতুর্থ দিন প্রথম সেশন বলই গড়াতে পারেনি মাঠে। খেলা ছাড়াই লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। দ্বিতীয় সেশনের কিছু সময় পার হওয়ার পর খেলা গড়ায় মাঠে। এরপর অবশ্য আর বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। দিনের বাকি অংশে ঠিকই খেলা চালিয়ে নেয়া গেছে।
৬৯ রানে মার্নাস ল্যাবুশেন এবং স্টিভেন স্মিথ ২৪ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামেন। ল্যাবুশেনের জন্য আফসোস। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দুরে থাকতে, ৯০ রানে আউট হয়ে যান তিনি। হাফ সেঞ্চুরি করেন স্টিভেন স্মিথও। তিনি আউট হন ৭৮ রান করে।
এছাড়া ক্যামেরন গ্রিন আউট হন ৪৮ রান করে। ট্রাভিস হেড করেন মাত্র ৮ রান। অ্যালেক্স ক্যারে সাজঘরে ফেরেন ১৯ রান নিয়ে।
পাকিস্তানি বোলারদের মধ্যে স্পিনার নৌমান আলি ছিলেন সবচেয়ে সফল। ৩৭ ওভার বল করে ১০২ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন সাজিদ খান, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি।
শেষ দিন বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ালেও অস্ট্রেলিয়া আর কতক্ষণ ব্যাট করে, এরপর পাকিস্তানের দ্বিতীয় ইনিংস এবং সর্বশেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস বাকি। দিনের ৯০ ওভারে কী সব শেষ হওয়া সম্ভব? না হলে তো নিশ্চিত ড্র’ই।