আগুনে পোড়া ক্ষতিগ্রস্তের বাড়িতে ডা. ফেরদৌসের খাদ্য সহায়তা
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের একটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন নিউয়ার্ক প্রবাসী চিকিৎসক ডা.ফেরদৌস খন্দকার।
সোমবার সকালে হোসেনপুর চানবক্সবাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. বাবুল মিয়ার পরিবারকে এ সহায়তা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ আলম, মহিলা শ্রমিক লীগের উপজেলার সভাপতি মোসা. শাহীনুর লিপি, শেখ রাসেল ফাউন্ডেশনের দেবিদ্বার শাখার সদস্য সচিব মো. আবদুর রহমান, সদস্য মো. মনির হোসেন, মো. ইউনুস শান্ত, আয়শা আলী মুক্তা প্রমুখ। টিম সদস্য মো. মনির হোসেন জানান, ক্ষতিগ্রস্ত বাবুল মিয়াকে ৫০ কেজি চাল, ৫লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, এক কার্টুন বিস্কিট, হুইল পাউডার, সাবান, রান্নার জন্য মসলা পাতি, সকালের নাস্তার জন্য তেহারী প্যাকেট দেওয়া হয়েছে। এছাড়াও পুড়ে যাওয়া ঘরটি নতুন করে তৈরি করার জন্য ৩বান টিন দেওয়ার আশ্বাস দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. বাবুল মিয়া জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির আঙ্গিনায় সামাজিক একটি কাজে ঘরোয়া সভা করছিলেন। পরে হঠাৎ করে ঘরে এ কোনে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই পুড়ে যায় ঘরসহ ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র। পরে স্তানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টার পর আগুণ নিয়ন্ত্রনে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নিউইর্য়াক প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার আমাদের খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়াও তিনি নতুন করে নির্মাণে ৩বান টিন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
নিউইয়ার্ক প্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকার বলেন, আমার একটি টিম হোসেনপুড়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে। এছাড়াও তাদের ঘর তুলতে আমি সাহায্য করব।